নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি (কুড়িগ্রাম):
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ১২৫পিস ইয়াবা উদ্ধার এবং গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৫জন গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত (৯সেপ্টেম্বর) দিবাগত সন্ধ্যা প্রায় ৬টা ৩০মিনিটে যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর এলাকা থেকে খেওয়ারচর দক্ষিণপাড়ার মাদক কারবারি লাল মিয়া ও পাহাড়ী মিয়াকে ১২৫পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।
কুড়িগ্রামের সংশ্লিষ্ট থানায় গত ২৪ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৩, উলিপুর ২, চিলমারী ১, রৌমারী ১, কচাকাটা ২জন। সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় ২জন এবং নিয়মিত মামলায় গ্রেফতার কুড়িগ্রাম ২, নাগেশ্বরী ৬, ভূরুঙ্গামারী ১, রৌমারী ১জন। পূর্বের মামলায় গ্রেফতার ভূরুঙ্গামারী থানায় ১জন। ৫৪ ধারায় ফুলবাড়ী থানায় ১জন এবং ১৫১ ধারায় নাগেশ্বরী থানায় ১জনসহ মোট ২৪জন আসামী গ্রেফতার করে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রামে ১২৫পিস ইয়াবাসহ ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৬জন গ্রেফতার। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। প্রতিদিনই আমরা মাদকসহ কারবারী ও জুয়ারীদের গ্রেফতার করছি। মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply