December 30, 2024, 5:35 pm
মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ
আগামী শনিবার ৯ সেপ্টেম্বর দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন ।দেশটির আগামী অষ্টম জাতীয় প্রেসিডেন্ট নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে বিভিন্ন দেশের নির্বাচনীও পর্যবেক্ষকদের ন্যায় বাংলাদেশের পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দল স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
মালদ্বীপের ৯ সেপ্টেম্বর শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পুর্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার জানিয়েছে, শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পুর্ন হয়েছে ব্যালট পেপার ব্যালক বক্স সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম প্রতিটি দ্বীপে ও দেশের বাহিরে পাঠানো হয়েছে। ৭ সেপ্টেম্বর বিদেশি পর্যবেক্ষক ও পর্যবেক্ষকরা মালদ্বীপে আসতে শুরু করেছেন।মালদ্বীপের নির্বাচন কমিশনের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল হাবীব বলেন, শুক্রবার সন্ধ্যা নাগাদ তারা পৌঁছে যাবে।
বিদেশি পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশের ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর নেতৃত্ব একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সাত সেপ্টেম্বর সন্ধ্যায় মালদ্বীপ এসে পৌঁছালে এই প্রতিনিধি দলকে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশনের সকল সদস্য বৃন্দ।প্রবাসী সাইফুল ইসলাম, এম আর মামুন, সহ মালদ্বীপের প্রবাসী সাংবাদিক বৃন্দ।
মালদ্বীপের নির্বাচন পর্যবেক্ষণ শেষে রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা সফর করবেন। শ্রীলঙ্কায় অবস্থানকালে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও শ্রীলঙ্কা নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএল রথনায়েকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন এবং আগামী ১২ সেপ্টেম্বর শ্রীলংকা এয়ারলাইন্সে সকাল সাড়ে এগারোটায় ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
ইএমএফ চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ড. মো: আজাদুল হক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া।