December 21, 2024, 4:54 pm
কে এম সোহেব জুয়েল :বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সড়ক নামক ভিত্তি স্হাপন করা হয়েছে। এতে ৭১ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারি বীরসেনাদের মাঝে ব্যাপক আনন্দ উজ্জীবিত হয়েছে বলে লক্ষ করা গেছে।
মৃত আলাউদ্দিন আহম্মেদ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসাবে তার জীবদ্দশায় কাজ করে বহুল সুনাম কুড়িয়েছেন। মানুষের ভালবাসা ছিল অফুরন্ত। ৭১ এর মহান স্বাধীনতা যৃদ্ধে তার ভূমিকা ছিল অপরিসীম।
ভারতের পশ্চিম বঙ্গের হাবরা নামক স্হানে মুক্তি যুদ্ধ ট্রেনিং ক্যাম্পের কমান্ডার হিসাবে তার সঙ্গিয় সহপাঠীদের দায়িত্বের সাথে প্রশিক্ষন শিখিয়ে সুনাম অর্জনের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করে সাথে নিয়ে দেশে ফিরে পাকহানাদেরকে পিছু হটাতে যুদ্ধে ব্যাপক ভূমিকা রাখেন আলাউদ্দিন আহম্মেদ।
তিনি এলাকায় সার্বিক উন্নয়ন ও কৃষি খাতে বিশেষ অবদান রাখায় ১৯৭৫ ইং রাষ্ট্রীয় বঙ্গবন্ধু পুরস্কার লাভ করেন।১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের অপরিসীম ভুমিকার কথা চিন্তে ও সার্বিক দিক চিন্তের করে গৌরনদী উপজেলা পরিষদের পক্ষ থেকে আগরপুর থেকে কান্ডপাশা সড়কের নাম করন করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন আহম্মেদ সড়ক। এই নাম করনের মধ্য দিয়ে চির অমর হয়ে থাকবে ৭১ এর বীর সেনা মো: আলাউদ্দিন আহম্মেদ এমনটাই মনে করেন স্হানিয় সচেতন মহল ও গুনিজনেরা।