নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিশিষ্ট তেল মিল ব্যবসায়ী, গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচিত সাবেক সভাপতি এস.এম হাবিবুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে, ২০৫ রুম, ২৫ বেডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ২ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছানোর পর আশেপাশের বাতাস ভারী হয়ে উঠে, হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। কে কাকে শান্তনা দিবে তার যেন ভাসা হারিয়ে ফেলেছেন। শুক্রবার বাদ জুমা নামাজের জানাজা শেষে মহিশালবাড়ী গোরস্থানে দাফন করা হয়। তার নামাজের জানাজায় দায়িত্ব পালন করেন গোদাগাড়ী বিশিষ্ট আলেম মাও. আব্দুল মান্নান। তার জানাজায় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, ২ নং ওয়ার্ড কাউন্সিল মোফাজ্জুল হোসেন মোফা, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নূর বকত প্রমূখ।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী।

Leave a Reply