বরগুনার তালতলীতে সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রেসক্লাবে নিন্দা প্রকাশ

বরগুনা প্রতিনিধ।।
বরগুনার তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মি. মংচিন থানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন কর্মরত সাংবাদিকরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধায় এবিষয়ে প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব এর সভাপতিত্বে সভায় সাংবাদিকরা মিঃ মংচিন থান এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় তীব্র নিন্দা জ্ঞাপন করে মামলা প্রত্যাহারের দাবী জানান।

মামলা সূত্রে জানা যায়, তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মিঃ মংচিন থানের বাবা মিঃ মেথয়সে গত ২০১০ সালে পার্শ্ববর্তী মনুখেপাড়ার মিঃচংচিউ এর থেকে ২টি কবলা দলিলে ৬.১২ একর জমি ক্রয় করেন ও দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। পারিবারিক জটিলতার কারনে মিঃচংচিউ পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের থাকায় পার্শ্ববর্তী দুরসম্পর্কীয় মিঃ চানথান ১৩ বছর পরে চলতি বছরের ২৪ আগস্ট গ্রহীতা মেথয়সের ওই ২টি দলিল জাল-জালিয়াতির অভিযোগে এনে সাংবাদিক মি.মাংচিন থানসহ তার পরিবারের বিরুদ্ধে বরগুনা বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনার সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ভুক্তভোগী সাংবাদিক মিঃ মংচিন থান বলেন, আমাদের পরিবারকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি। তাহলে বের হয়ে আসবে আসল বিষয়টি। তিনি আরও বলেন, এই মামলার বাদী মিঃ চানথান এর বিরুদ্ধে আদালতে একাধিক জাল-জালিয়াতি মামলা বিচারাধীন রয়েছে। তার কাজই বিভিন্ন এলাকা থেকে নারী -পুরুষকে নিয়ে পাওয়ার অব এ্যাটানি` করা এবং এলাকার নিরীহ মানুষদের মামলা দিয়ে হয়রানি করা।

তালতলী প্রেসক্লাবের সভাপতি মু. আ. মোতালিব বলেন, সাংবাদিক মিঃ মংচিন থানের বিরুদ্ধে যে মিথ্যে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি মামলা প্রত্যাহার ও বাদী শাস্তি দাবী করছি। তিনি আরও বলেন, তালতলীতে কর্মরত সকল সাংবাদিকরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *