ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ১নং ফাঁড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ষ্টাফ রিপোর্টারঃ
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিন আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। তাই ময়মনসিংহে যেন এই ভয়াবহতা দেখা না দেয় সেলক্ষ্যে ময়মনসিংহ নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষা করতে ডেঙ্গু প্রতিরোধে
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানার আওতাধীন ১নং ফাঁড়ি পুলিশ।

ফাঁড়ি ইনচার্জ মোঃ ওয়াজেদ আলীর নেতৃত্বে ৭সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ফাঁড়িতে কর্মরত অন্যান্য কর্মকর্তাসহ কনেস্টবলগণের সক্রিয় অংশ গ্রহনে ফাঁড়ি প্রাঙ্গন, সকল রুম, ড্রেন, হাজাতখানা, মালখানাসহ সংশ্লিষ্ট সকল স্থানে ডেঙ্গু প্রতিরোধে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।

ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলী বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে নিয়মিত ফাঁড়ি এলাকার যেখানে ময়লা আবর্জনা থাকবে সেখানেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

তাছাড়া তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির ছাদ, আঙ্গিনা, নির্মাণাধীন ভবনের নিচতলা ও ছাদ, ডাবের খোসা, ফুলের টব ইত্যাদিতে পানি জমিয়ে না রাখার পাশাপাশি নিজ-নিজ বাড়ীর আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতেও জনসাধারণের প্রতি আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *