December 22, 2024, 6:14 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিশিষ্ট তেল মিল ব্যবসায়ী, গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ২ বারের নির্বাচিত সাবেক সভাপতি এস.এম হাবিবুর রহমান হার্ট, কিডনি, ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি মেডিকেলের ৩২ নং ওয়ার্ডে, ২০৫ রুম, ২৫ বেডে চিকিৎসধীন রয়েছে।
তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। বর্তমানে তার প্রচুর শ্বাসকষ্ট রয়েছে। কোন কিছু খেতে পারছেনা।
তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট সুস্থ্যতার দোয়া প্রার্থনা করেছেন। গত শুক্রবার মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদের মুসাল্লীগণ সুস্থ্যতা কামনা করে ওই ব্যবসায়ী জন্য মোনাজাত করেছেন।
বৃহস্পতিবার বিকালে সংশ্লিষ্ট চিকিৎসক এ প্রতিবেদককে জানান, রোগির অবস্থা ভাল না, একবার হার্টএ্যাটাক করেছে, মাঝে মধ্যে পালস পাওয়া যাচ্ছে না, প্রেসার খুব লো, প্রেসার বাড়ানো যাচ্ছে না। সঠিক চিকিৎসা
দেয়া হচ্ছে, দেখা যাক আল্লাহ কি করেন।
এর আগে পপুলার ক্লিনিকে চিকিৎসক আমিনুল ইসলাম কটন হাবিবুর রহমানের চিকিৎসা করেন। তার ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছে।
এসএম হাবিবুর রহমানের স্ত্রী মোসাঃ নাসিমা রহমান বলেন, আমার স্বামী খুবই অসুস্থ্য তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করচ্ছি। আল্লাহ যেন উনাকে সুস্থ্যতা দান করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও এসএম হাবিবুর রহমানের মেজ মেয়ে নুসরাত জাহান উর্মি বলেন, এখানে বাবার ভাল চিকিৎসা হচ্ছে না, চিকিৎসক, নাসকে সময়মত ডেকে পাচ্ছেন না। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া চিন্তাভাবনা করচ্ছি।
মোঃ হায়দার আলী
রাজশাহী।