ময়মনসিংহ সদরে এসিল্যান্ড ইয়াসিন খন্দকারকে বরণ ও মিজানের বিদায় অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)‘এসিল্যান্ডের বিদায় ও নবাগত এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ইবনে মিজানকে বিদায় জানানো হয় ও নবাগত উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকারকে বরণ করে নেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’ অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এসময় সদ্য বিদায়ী এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান আবেগ আপ্লুত কন্ঠে তার এ উপজেলায় দু ’বছর অধিককালের কর্মময় জীবনের বর্ননা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন সদর উপজেলার সাধারণ মানুষ,রাজনীতিবীদ,জনপ্রতিনিধি গণ অনেক আন্তরিক, বিশেষ করে সাংবাদিকগণ আমাকে অনেক সহযোগিতা করেছেন। আশা করছি নতুন এসিল্যান্ড কেও তারা আরো বেশী সহযোগিতা করবেন। উপজেলার মানুষজনের কথা ও স্মৃতি আমার সব সময় মনে থাকবে। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।

অনুষ্ঠানে আফিসার্স ক্লাবসহ উপজেলা বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা বিদায়ী ও নবাগত সহকারি কমিশনার (ভূমি)কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *