December 21, 2024, 4:11 pm
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া এক অসহায় শিশুর পাশে
দাঁড়িয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের
চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন। গত রবিবার বিকেলে গাছ কাটার
মেশিনে চতুর্থ শ্রেণীর ছাত্র মো. নাঈমের (১২) হাতের একটি কব্জি সম্পূর্ণ
বিচ্ছিন্ন হয়ে যায়। সে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো.
আনোয়ার হোসেনের পুত্র। দুর্ঘটনার খবর পেয়ে অসহায় পরিবারের পাশে
দাঁড়িয়েছেন আমেরিকা প্রবাসী ও পটিয়ার মানবিক নেতা ডক্টর জুলকারনাইন
চৌধুরী জীবন। শিশু নাঈমের চিকিৎসার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ
প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন টিমের
সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল
কাদের। ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম জানান, অসহায় পরিবারের শিশুর
হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে পটিয়া নজির আহমেদ দোভাষ
ফাউন্ডেশনের চেয়ারম্যান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এ ধরনের মানবিক কাজ
নিয়মিত করা হয়।