December 22, 2024, 6:08 am
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সিরতা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর থেকে সততা আর দক্ষতার সাথে সকলের সাথে মিলমিশে কাজ করে সহযোদ্ধা ইউপি সদস্যদের আন্তরিকতায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম।
তিনি উপজেলার সিরতা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে সিরতা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক পদে দায়িত্বে আছেন।
বিষয়টি নিশ্চিত করে সিরতা ইউনিয়ন পরিষদের সচিব সালমা আক্তার জানান- শনিবার ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মোট ১৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
‘এতে ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ তাদের প্রত্যক্ষ ভোটে ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. আজিজুল ইসলাম সর্বোচ্চ ৭ ভোট পেয়ে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘২নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ৫নং ওয়ার্ড সাধারণ সদস্য মো. রেজাউল করিম মিন্টু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে সমঝোতার ভিত্তিতে উত্তীর্ণ হন এবং ৩নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. আছমা আক্তার ৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।’
প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও আমার সহযোদ্ধা ইউপি সদস্যদের প্রতি।’
তিনি আরও বলেন, ‘৬নং ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছে। এখন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে ঋণী হয়ে থাকলাম। তাদের প্রতি আরও দায়বদ্ধতা বেড়ে গেল। তারা আমাকে ইউপি সদস্য নির্বাচিত না করলে আমি আজ প্যানেল চেয়ারম্যান হতে পারতাম না।’
উল্লেখ্য, গত ২০১৯ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য হিসেবে মো. আজিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।