December 21, 2024, 5:23 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযোগে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল মামলা। ঘটনাটি গত ৪ আগষ্ট রাত ৯ টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নে। এ ঘটনায় শনিবার অভিযুক্ত নাজমুল গাজীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
মামলা সুত্রে জানাযায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের হান্নান গাজীর ছেলে নাজমুল গাজী(২৩) উত্তর সলুয়া গ্রামের মুক্তার শেখের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। তাতে সে রাজি না হওয়ায় গত ৪ আগষ্ট রাত ৯ টার দিকে মুক্তারে স্ত্রী ঘরে একা ঘুমিয়ে ছিলো। এ সুযোগে নাজমুল মুক্তার শেখের বাড়ি ঢুকে দরজা বন্ধকরে তার স্ত্রীকে ঝাপটে ধরে এবং ধর্ষণ করার জন্য মুখ চেপে ধরে। তার পরনের কাপড়চোপড় টেনে ছিড়ে ফেলে এবং শরিরের বিভিন্ন স্থানে হাত দেয়। এঘটনায় ১ সেপ্টেম্বর পাইকগাছা বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের মামলার আদেশে ১ সেপ্টেম্বর পাইকগাছা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদ্দাম পালাতক অভিযুক্ত আসামি নাজমুল গাজীকে খুলনা থেকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।