তানোরে চোরাই স্বর্ণ উদ্ধার আটক ৩

আলিফ হোসেন,তানোরঃ

রাজশাহীর তানোর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি যাওয়া ৬ ভরি স্বর্ণ ও কাঁসার থালা-বাটি উদ্ধার করেছে। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছেন। আটককৃতরা হলেন তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর মহল্লার মাদক কারবারি পীর সাহেব (৫৫), নাজমুল ইসলাম (২৭) ও আজাহার আলী (৪০)। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তানোর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী সার্কেল সোহেল রানার নেতৃত্বে ও তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের বিশেষ অভিযানে ৬ ভরি স্বর্ণ অলংকার ও ছয় কেজি কাঁসার থালা-বাটি উদ্ধার করা হয়। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, পীর সাহেব তানোর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়েকবার গ্রেফতার হয়েছে। তার পরেও সে গোপনে এলাকায় ভাংড়ির ব্যবসার নামে স্বর্ণ ও কাঁসার থালা বাটি চুরি করে আসছিলো। দীর্ঘদিন ধরে তাকে হাতে নাতে গ্রেফতারের চেষ্টা চলছিলো। তিনি বলেন,গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন,চোর সিন্ডিকেটসহ মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। তানোরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *