December 22, 2024, 6:29 am
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব‘র বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ এবিএম গোলাম কবির। দি বেল্ট এন্ড রোড লোকাল কর্পোরেশন কমিটি কর্তৃক আয়োজিত হ্যাংজু আন্তর্জাতিক দিবস এবং ২য় সাধারণ পরিষদ ও কাউন্সিল মিটিং-২০২৩ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ৪ দিনের সফরে চীন গেছেন। তিনি রোববার রাত বারোটায় চাইনিজ বিমানের একটি ফ্লাইটে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর তিন সদস্যের প্রতিনিধি দলের সাথে তিনি ঢাকা ত্যাগ করেন।
হ্যাংজু পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর আমন্ত্রণে এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বেড়া পৌরসভার মেয়র ব্যারিস্টার এস এম আসিফ সামস্ রাজন। এ প্রতিনিধি দলে আরও রয়েছেন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব’র বরিশাল অঞ্চলের সভাপতি ও বাকেরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ লোকমান হোসেন ডাকুয়া। এ প্রতিনিধি দলের সদস্য হ্যাংজু আন্তর্জাতিক দিবস এবং ২য় সাধারণ পরিষদ ও কাউন্সিল মিটিং-২০২৩ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন।
স্থানীয় সরকার ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইউনাইটেড সিটিস লোকাল গভর্নমেন্ট এশিয়া প্যাসিফিক এর উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে হ্যাংজু আন্তর্জাতিক দিবস এবং ২য় সাধারণ পরিষদ ও কাউন্সিল মিটিং-২০২৩ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সম্মেলন শেষে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৩ দেশে ফিরবেন ম্যাব প্রতিনিধিদল।