December 30, 2024, 4:49 pm
এস এম সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড হরিণধরা বালুর মাঠে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচটি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতে মাঠে হাজির হয়েছিলেন মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিজুর রহমান মিলন এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মোঃ ইদ্রিস হাওলাদার খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণাত্মক ফুটবল দেখতে পাওয়া গিয়েছিল। শুরুর ৪ মিনিটে হরিণধরা সুপার স্টারের স্ট্রাইকার মোঃ এখলাস নিশ্চিত গোলের সুযোগ মিস করেন পরে আবারও খেলার ১১ মিনিটে হরিণধরা সুপার স্টারের স্ট্রাইকার মোঃ মুঈন খান গোলের সুযোগ পেয়েছিলেন তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন। পরে মংলা জুনিয়র স্পোটিং ক্লাবের অধিনায়ক হাসিফ জোড়া গোলের সুযোগ পেলেও তা রুখে দেয় হরিণধরা সুপার স্টার ক্লাবের গোলকিপার সাকিব।
খেলার অর্ধেক সময় গোল শূন্য থাকলেও পরের সময়টা ঘুরে দাড়ায় হরিণধরা সুপারস্টার ক্লাব এরথেকে ভালো শুরু আর কিছু বোধহয় হতে পারত না। হরিণধরা সুপারস্টার বনাম মংলা জুনিয়র স্পোটিং ক্লাবের মধ্যকার প্রীতি ম্যাচে ২-০ গোলে পরাস্ত হয় মংলা জুনিয়র স্পোটিং ক্লাব।
হরিণধরা সুপার স্টার ক্লাবের হয়ে জোড়া গোল করলেন মোঃ এখলাস শেখ । আর এই মিনি ফুটবল প্রীতি ম্যাচে জয় লাভের পর হরিণধরা সুপার স্টার ক্লাবের সমর্থকদের উচ্ছ্বাস বাঁধ ভাঙতে শুরু করেছে।