December 30, 2024, 5:57 pm
ষ্টাফ রিপোর্টারঃ
নগরীর যানযট নিরসনে ময়মনসিংহের প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়, দুর্গাবাড়ী মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দীর্ঘদিনের পুরনো দোকান, বড়-বড় আশ্রিত ফুটপাত নিরসনের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের ১নং পুলিশের ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলী।
জেলা শহরকে যানজট মুক্ত ও গুরুত্বপুর্ণ পয়েন্ট গুলোতে অবৈধ পার্কিং-ফুটপাত দখল মুক্ত করতে রবিবার (৩রা সেপ্টেম্বর) তিনি নগরীর ষ্টেশন গেইট হতে দুর্গাবাড়ী মোড়,দুর্গাবাড়ী রোডে অভিযান পরিচালনা করেন। এসময় ১নং ফাঁড়ি এসআই দেবাশীষ শাহা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ অভিযানে সহায়তা করেন।
কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলী জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের নির্দেশনায় ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ স্যারের নেতৃত্বে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক শহর উপহার দিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে তিনি জানান, সড়কের দুই পার্শে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে লোকজন ফুটপাত দিয়ে চলাচল করতে পারেনা। ফলে মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয় ফলে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না বলে জানান ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলী । ময়মনসিংহ জেলা শহরকে যানজট মুক্ত করতে বিশেষ এ অভিযানে ১নং ফাঁড়ি পুলিশের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।