বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়কের কুশপুত্তলিকা দাহ

স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

জয়পুরহাটে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার মঞ্চে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন কর্তৃক জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জল প্রধানের হাত থেকেr মাইক্রোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করার প্রতিবাদে গোলজার হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে উজ্জল প্রধানের অনুসারি ও সমর্থকরা। গত শনিবার সন্ধায় শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা বিএনপির উদ্দ্যোগে র‌্যালী শেষে শহরের নতুনহাট এলাকায় এক আলোচনা সভায় মঞ্চে বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের বড় ছেলে উজ্জল প্রধানের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে গালিগালাজ ও লাঞ্চিত করে মঞ্চ থেকে নামিয়ে দেয় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক গোলজার হোসেন। পরে মঞ্চের পিছনে উভয়ের মধ্যে চর-থাপ্পর ও ধাক্কাধাক্কি হয়।

এ ঘটনায় জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জল প্রধানের AR Uzzal Prodhan নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে মাইক্রোফোন কেড়ে নেওয়ার ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপসহ লেখা পোস্ট করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে তার শুভাকাংঙ্খি ও সমর্থকরা বিএনপির কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করে।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, মাইক্রোফোন কেঁড়ে নেওয়া হয়েছে কি কারণে সেটি তার আপন দুই ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকেই শুনেন। তারাও তো দায়িত্বশীল নেতা বলে জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন বলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *