এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। শনিবার ১ সেপ্টেম্বর দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন খানের বাড়ী থেকে চোরাই ইট, রড ও শাটার এসআই মামুনের নেতৃত্বে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসে।
এব্যাপারে জানা যায়, বন্দর বাজারে শহর রক্ষা বাধের পাশে অধৈধ স্থাপনা প্রশাসন উচ্ছেদ করে। উচ্ছেদের পর গত১৭ আগস্ট তিনটি সেমিপাকা স্থাপনার মালামাল কাউন্সিলর সুমন খান চুরি করে তার বাড়ীতে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। এ অভিযোগ করেন স্থাপনার মালিক দাবীকারী কাজী এনায়েত করিম। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী এবং আর একজন মালিক দাবিদার মোঃ কবীর হোসেন পুলিশের সহযোগিতায় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন খানের বাড়ী থেকে ওই চোরাই ইট, রড ও শাটার পুলিশ উদ্ধার করে। 
এই ঘটনায় কবির হোসেন জানান থানা পুলিশ মামলা নেয়নি। কোন এক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে পুলিশ মামলা করা থেকে নিরুৎসাহিত করেন। পরে কাউন্সিলর সুমন খান, অভিযোগকারীগণ তিন লাখের বেশী টাকায় দফারফা হয়। যার লেন দেন ১২ সেপ্টেম্বর অভিযোগকারীদের দেয়া হবে সিন্ধান্ত হয়। এ সময় কাউন্সিলর মনির হোসেন, ব্যবসায়ী ও ঠিকাদার ত্রিনাথ পোদ্দার,মিলন মেম্বার,সুমন খানের ভাই সজীব খান এবং হার্ডওয়ার ব্যবসায়ী রিপন উপস্থিত ছিলেন।উদ্ধারকৃত মালামাল থানা থেকে দিয়ে দেয়।
কাউন্সিলর সুমন খান জানান, উচ্ছেদের সময় লেবার ও ভেকু ভাড়া দেয়ার জন্য মালামাল জিম্মায় দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌলী হুমায়ুন কবির জানান, আমরা কাউন্সিলর সুমন খানের জিম্মায় দেইনি। যারযার মালামাল তারা নিবে। সে এর ঠিকাদার ও না।
বানারীপাড়া থানার উদ্ধারকারী কর্মকর্তাদের বারবার মোবাইল করলেও তারা ফোন রিসিভ করেননি।#
এস মিজানুল ইসলাম ।

Leave a Reply