December 22, 2024, 6:00 am
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটিয়ার আলমদার পাড়া শাহ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার সকালে মাদ্রাসা অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
আলমদার পাড়া বাইতুশ শরফ মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ নছিম উদ্দীনেরর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া বাইতুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব মাকসুদ আলম আলমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুণ সংঘের সহ সভাপতি আলমগীর বাবু ও সহ সম্পাদক সায়েম মাহমুদ।
উক্ত সমাবেশে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ইসা,মাওলানা মোহাম্মদ মাহবুব আলম,মাস্টার মোহাম্মদ আবুল হাসেম, মাস্টার তাজুল ইসলাম, দ্বীন ইসলাম,হাফেজ হারুন,হাফেজ কলিমউল্লাহ,হাফেজ আবদুল্লাহ প্রমুখ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ বেলান উদ্দীন,মুজিবুল হক ও মোহাম্মদ হাসান।