December 21, 2024, 2:34 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে কল্যাণ সোসাইটির সভাপতি অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মোঃ জসিম উদ্দিন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ও উজিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের বক্তব্য রাখেন,সার্জেন্ট মোঃ আলমগীর হোসেন, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ আলি সিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফকির, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আয়নাল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহ আলম সরদার,মোহাম্মদ আক্কাস আলী, সার্জেন্ট শাজাহান মৃধা, জসীমউদ্দীন সার্জেন্ট আলমগীর হোসেন ,সার্জেন্ট আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল মোঃ মিজানুর রহমান,মোঃ আসাদুজ্জামান,ল্যান্স কর্পোরাল ফারুক হোসেন সেনিয়াবাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মনিরুজ্জামান খোকন। সভায় ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়।