বগুড়ায় সাংবাদিক নামধারী অপসাংবাদিকদের দৌরাত্ম্যে

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার সর্বস্তরে অপসাংবাদিক সমাজে সর্বস্তরের পালাক্রমে ব্যাঙের ছাতার মতো বিশাল বংশ বিস্তারে দৌরাত্ম্যে দিন দিন বেড়েই চলেছে।

সাংবাদিক নামধারী এ ধরনের অপসাংবাদিকদের মূল পেশাই অর্থ বানিজ্য বগুড়া জেলার বিভিন্ন জায়গায় অসংখ্য
সাংবাদিক ও অপসাংবাদিকের প্রত্যেক থানা ও জেলা ভিত্তিক রয়েছে অসংখ্য ছোটবড় সাংবাদিক সংগঠন, ক্লাব, ইউনিয়ন এবং অফিস। অর্থাৎ বগুড়া জেলার মূল পেশাদার সাংবাদিকদের অন্তরালে ধরাছোঁয়ার বাইরে সাংবাদিক নামধারী অপসাংবাদিকরা বগুড়া জেলায় ধান্দাবাজী করে বেড়াচ্ছে ।

সাব-রেজিষ্টার, ভূমি অফিস, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল, বন বিভাগ, মিষ্টির কারখানা দোকান, বিভিন্ন বেকারী, আইসক্রিম কারখানা, ইটভাটা, জুয়ার আসর, গুড়, সন্দেশ, দই কারখানা, কয়েল কারখানা, বিভিন্ন বালুর পয়েন্ট, বাল্যবিবাহ, রাস্তার গাছ কর্তনের সময়সহ অন্যান্য অনেক প্রজেক্ট। সেই প্রজেক্টে দখলদারিত্ব করছে ভিজিটিংকার্ডে ওমুক ক্লাবের বালছিরু সভাপতি। তমুক সংগঠনের বালছিরু নেতা ধান্দাবাজীর কৌশলই এখন সংগঠন আর ক্লাব।

বগুড়া জেলায় বর্তমানে সময়ে সাংবাদিক পরিচয়ে অপসাংবাদিকদের কাছ থেকে সুশীল সমাজের সাধারণ মানুষ সহ সবাইকে সাবধানের জন্য বগুড়ার মূল পেশাদার সাংবাদিক মহলের প্রতাশা এধরনের অপসাংবাদিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *