December 21, 2024, 5:05 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে ১২শ মিটার মাটির কাচা রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদুল হক আরমান । শনিবার বেলা ১০ টার দিকে এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন তিনি। ইউনিয়ন উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় রাস্তার কাজটি করা হয়েছে বলে জানা গেছে। ইউনিয়নের কাউনিয়া চাঁনপুর রশিদ মিয়ার দোকান হতে মশিউর নগর বাজার পর্যন্ত ১২শ
মিটার রাস্তার পাকা করণ এই কাজের উদ্বোধনী
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান জানান, স্বাধীনতার পর থেকে রাস্তাটি মাটির ছিল। ভোটের সময় এসব এলাকার আপামর জনসাধারণের প্রাণের দাবি ছিল রাস্তাটা পাকা করার। আমি তাদের কাছে ওয়াদা করে ছিলাম চেয়ারম্যান নির্বাচিত হলে নতুন ভাবে কোন রাস্তার কাজ হলে এ রাস্তা পাকা করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হল।এসময় তিনি ঠিকাদার কে উদ্দেশ্য করে বলেন-রাস্তার কাজটি যেন মানসম্মত দীর্ঘ মেয়াদি হয়,সেভাবে কাজটি করবেন,এখানে আপনাকে যদি কেউ কোন প্রকার সমস্যা করে তাহলে আমাকে জানাবেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রকার চাঁদাবাজ দালালদের প্রশ্রয় না দেওয়ার আহবান জানান চেয়ারম্যান এমদাদুল হক আরমান।
পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রতিটি পাকা রাস্তা সংস্কার ও মাটির রাস্তা কার্পেটিং করা হবে। ইউনিয়নবাসী যে আসা নিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন তার সবগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ । এজন্য তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন। ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আমরা ইউনিয়নের নাগরিক এই রাস্তায় চলতে কষ্ট হত। দীর্ঘদিন পর পাকা রাস্তা হবে এটা কল্পনাতীত । এটা অত্যান্ত ভালো লাগছে। কাদার সময় ঘরে ফসল আনা রোগী নিয়ে শহরে যাওয়া অত্যন্ত কষ্টকর ব্যাপার ছিল। ভোটের সময় চেয়ারম্যান আরমান এর কাছে দাবিই ছিল রাস্তা করে দেওয়ার। তিনিও ওয়াদা করেছিলেন নির্বাচিত হলে রাস্তা পাকা করন করে দিবেন। সেটি বাস্তবায়ন করলেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান।