December 22, 2024, 6:29 am
এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি।
জেলা বিএনপির উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নানান আয়োজনে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় নেতাকর্মীদের বিপুল উৎসহর মাঝে মানুষের ঢল নেমে আসে।
শুক্রবার (১’লা সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় পৌর শহরের বনানী এলকায় বিএনপি কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করা হয় এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সভাপতি কাজী মাহাবুব, সাধারন সম্পাদক মনির হোসেন মৃধা, পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক এড. হুমায়ুন কবির, যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবকদল সভাপতি মশিউর রহমান মিলন, সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন ছাত্রদলের সিনিয়ার সহ সভাপতি মেহেদী হাসান শামীম, যুগ্ন সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাবিব সানি, মহিলাদলের সভাপতি আফরোজা সিমা, সাধারন সম্পাদক ফারজানা রুমা, সহ কৃষকদল মৎস্যজীবিদল তাঁতীদল শ্রমিকদল ও বিভিন্ন অংঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মী প্রমুখ।