December 30, 2024, 5:21 pm
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার সদর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে ৷
এক সপ্তাহব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে পথ প্রচার, লিফলেট বিতরণ এবং জনসম্পৃক্তকরণ কর্মসূচী রয়েছে ৷
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের সদর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,গত ২৪ আগস্ট বৃহস্পতিবার হতে সপ্তাহব্যাপী এ কর্মসূচী শুরু হয়ে আজ ৩১ আগস্ট শেষ হয়েছে ৷
নড়াইল সদর পৌরসভার সকল গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু বিষয়ে জরূরি বার্তা নিয়ে সড়ক প্রচারের পাশাপাশি জনগণকে ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রাপ্ত লিফলেট বিতরণ করা হয় ৷
একই সাথে ডেঙ্গু মোকাবেলায় তাদের নিকট থেকে মতামত জানতে চাওয়া হয় ৷
জনগণ স্বতঃস্ফূর্তভাবে নড়াইল জেলা তথ্য অফিসের এ কার্যক্রমে সাড়া দেয় এবং অংশগ্রহণ করে ৷
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ, পারস্পরিক মতবিনিময় করা হয় ৷
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এ সপ্তাহব্যাপী (২৪-৩১ আগস্ট ২০২৩ ) নানামূখী প্রচারণামূলক কর্মসূচীতে নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয় সহায়ক সহযোগিতা প্রদান করে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।