মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিভিন্ন কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সনজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলার মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফিন আহমেদ ভূইয়া।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাদিস উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোবারক আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজু, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান খুকুমনি, গন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রওশন আলী ফকির, মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাঞ্জু সওদাগর, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হেকিম ভূইয়া, সান্দিকোনা ইউনিয়ন বিএনপি নেতা মো. হাদিস উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো. ফরহাদ হোসেন ভূইয়া, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন, সারোয়ার হোসেন খান, এমদাদুল হক, হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. পায়েল আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আরিফ আহমেদ ভূইয়া রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সাব্বির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত আরিফ, যুবদল নেতা এমদাদুল হক পাপ্পুসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।
Leave a Reply