কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু টানেল’ নিরাপত্তা বিষয়ে সমন্বয় সভায় সিএমপি কমিশনার

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

বহুল প্রতীক্ষিত কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে সমন্বয় সভা
৩১ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
সভায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশ ও বহির্গমণ সড়কসমূহের যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার এসময় বলেন, সকল প্রতিষ্ঠানের যৌথ সমন্বয়ে রাষ্ট্রীয় এই জনগুরুত্বপূর্ণ স্থাপনাকে রক্ষায়ই স্বচেষ্ট থাকতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *