December 22, 2024, 6:15 am
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ বৃহস্পতিবার ৩১ আগস্ট সকাল ১১:ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা, সভাপতিত্বে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার: গোলাম সবুর পিপিএম-সেবা । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ফারুক, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী।
সম্মানিত রংপুর রেঞ্জ ডিআইজি বিশেষ কল্যাণ সভায় যোগদানের নিমিত্তে যথাযথ প্রটোকলের মাধ্যমে পুলিশ লাইন্স, নীলফামারীতে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি, রংপুর রেঞ্জ গার্ড অব অনার প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মানিত ডিআইজি, রংপুর রেঞ্জ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। ডিআইজি, রংপুর রেঞ্জ উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। নীলফামারী জেলা পুলিশের কর্মরত সকল থানার অফিসার ইনচার্জ ও ফোর্সকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত বিশেষ কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী; মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারী; জনাব রাফে সামদান হুসাইন আদেল, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুর; জনাব সজীব কুমার বর্মন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, নীলফামারীসহ জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।