December 21, 2024, 4:34 pm
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাই গরু সহ চোরকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানা যায় গত ২৩ আগস্ট সকালে অনুমান ০৯:০০ ঘটিকার পূর্বে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন উপজেলা পরিষদের সামনে বাঁশবাড়ী কলোনী এলাকার শফিকের স্ত্রী আখি আক্তার আকলিমা, প্রতিদিনের ন্যায় তার গৃহপালিত কালো ও সাদা রংয়ের মিশ্রিত গরুকে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখে। এই সুযোগে অজ্ঞাতনামা চোর দিনের বেলায় সকাল অনুমান ০৯.০০ ঘটিকার পরবর্তী যেকোন সময়ে গরুটি চুরি করে নিয়ে যায়। আঁখি আক্তার একজন দরিদ্র মানুষ, তারা অতিকষ্টে দিনাতিপাত করে থাকে। উক্ত গরুটি চুরি হওয়ার পর তাহারা দিশেহারা হয়ে গরুটি বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে কোতোয়ালী থানায় গরু চুরি সংক্রান্তে একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় গরু চুরি মামলা রুজু হলে মামলার তদন্তভার এসআই(নিঃ) নিরুপম নাগ এর উপর অর্পন করা হয়।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম(বার) এর নির্দেশনায় এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়েদ হোসেন চৌধুরী, কনস্টেবল মিজানুর রহমানদের একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে চোরের ছবি সনাক্ত করে। উক্ত চোরকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় চোরকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৯ আগস্ট দুপুর ১৩.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লখিয়ারপাড়া এলাকার মোঃ আব্দুস সালাম এর পুত্র
গরু চোর মাসুদ রানা(৩৩) কে গ্রেফতার করে। মাসুদ বর্তমানে গাজীপুরের গাছা এলাকার বাসিন্দা।
পুলিশ এসময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোর মাসুদ রানাকে গরুর বিষয়ে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া গরুটি শেরপুর জেলার নালিতাবাড়ী ছিটপাড়া নদীরপাড়স্থ জনৈক মো: ছাইদুল ইসলাম এর বাড়ী থেকে উদ্ধার করা হয়। উক্ত আসামী একজন অভ্যাসগত গরু চোর এবং ধূর্ত প্রকৃতির লোক। আসামী গরু চুরি করার পূর্বে তার ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে ঘটনাস্থলের আশপাশে পর্যবেক্ষন করে এবং গরুর মালিকের অনুপস্থিতিতে দিনের বেলায় লোক চক্ষুর সামনে দিয়ে গরু চুরি করে নিয়ে যায়। কেউ যদি তাকে গরুর বিষয়ে জিজ্ঞাসা করে তাহলে নিজের গরু বলে দাবী করে। আসামী গরু চুরির করার সময় স্মার্টভাবে চলাফেরা করে তার চলাফেরার ভঙ্গিতে আশপাশের লোকজন কোন প্রকার শোভাসন্দেহ করার কোন অবকাশ থাকেনা যে গরুটি চুরি করা হয়েছে। আসামী বিভিন্নস্থানে গিয়ে নিজেকে ভিন্ন ভিন্ন নামে উপস্থাপনসহ কখনও নিজেকে ব্যাংক কর্মকর্তা অথবা টাইলস ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে থাকে এবং চোরাই গরু বিভিন্নস্থানে নিয়ে বিক্রির সময় বলে যে, তার নিজের গরুর ফার্ম আছে। উক্ত চোরাই যাওয়া গরু উদ্ধারে বাদী আখি আক্তার আকলিমার মুখে হাসি ফিরে এসেছে। আসামী মাসুদ রানা ইতিপূর্বেও চোরাই গরু সহ গ্রেফতার হয়েছে বলে সুত্র জানিয়েছে।