ষ্টাফ রিপোর্টারঃ
কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত হিসেবে নিযুক্ত হয়েছেন ১নং পুলিশ ফাড়ির সাবেক ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।
মঙ্গলবার ২৯ আগষ্ট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তাকে এই পদে দায়িত্ব প্রদান করেছেন। অপর দিকে থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওয়াজেদ আলীকে ১নং ফাঁড়িতে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ সুপার।
তার বাড়ী নেত্রকোনা জেলায়। এর আগেও তিনি কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ি পুলিশের ইনচার্জ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
কোতোয়ালি মডেল থানার নবনিযুক্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এক বিবৃতিতে পুলিশ সুপারের দেয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যেন পালন করতে পারেন সে লক্ষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply