মোঃ জুনায়েদ খান সিয়াম,নিজস্ব প্রতিবেদক:
উজিরপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মতিজিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রীর লাশ উদ্ধার
বরিশাল জেলার উজিরপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পরে তলিয়ে যাওয়া সেই মেধাবী ছাত্রীর লাশ উদ্ধার।
৩০ আগষ্ট বুধবার সকাল ৮ টার দিকে বানারীপাড়া উপজেলার কালির বাজার নদী থেকে লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
উল্লেখ্য, ২৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলার ওটরা ৯নং ওয়ার্ডের মোঃ নাসিম মোল্লার মেয়ে নিশাত তাসনিম তানহা (১৬) বাড়ির পাশের ধামুরা সন্ধ্যা নদীর সংযোগ খালে গোসল করতে নেমে তলিয়ে যায়। ঘটনার একদিন পরে নিখোঁজ ছাত্রীর লাশ বানারীপাড়া উপজেলার কালীর বাজার নামক স্থান থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিশাত ঢাকা মতিজিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে একদিকে পরিবারের আহাজারি অপরদিকে পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।

Leave a Reply