December 21, 2024, 5:24 pm
(মহালছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় আজ ২৮ আগস্ট ২০২৩ সন্ধ্যা ৭.০৫ঘটিকায় মহালছড়ি থানা কর্তৃক ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতার করা হয়েছে।
মহালছড়ি থানার এসআই(নিঃ) মোঃ হারুন অর রশিদ, এএসআই (নিঃ) কল্পরঞ্জন চাকমা, এএসআই(নিঃ) নূর আহম্মদ মজুমদার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মহালছড়ি থানাধীন ব্রীজপাড়ার রাজেশ চাকমা’র হবনব রেষ্টুরেন্টের সামনে সিঙ্গিনালা বাজার হতে মহালছড়ি বাজারগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালীন সময়ে আসামী মোঃ রুবেল হোসেন(২০) হতে ১৫(পনের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আসামী মোঃ রুবেল হোসেন(২০), পিতাঃ মোঃ হোসেন আহাম্মদ, মাতাঃ মৃত আনোয়ার বেগম আনু, মোহাম্মদপুর, ০৩ নং ওয়ার্ড, ০১নং মহালছড়ি ইউপি, থানা- মহলছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান বলেন আজকে ইয়াবা ব্যবসায়িকে ১৫পিচসহ ধরা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।