December 30, 2024, 4:54 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নিসচা প্রধান উপদেষ্টা মুহাম্মদ আল-আমিন বলেছেন আমার প্রধান কাজ হবে সড়ক নিরাপদ নিশ্চিত করা। তিনি বলেন, এখানকার প্রধান সমস্যা হচ্ছে টার্মিনাল না থাকা এবং সারিবদ্ধভাবে সড়কের উপর বাস থাকা। ইউএনও আল আমিন বলেন, টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার পাশাপাশি সড়ক পরিহার করে বিকল্প স্থানে বাস রাখার ব্যাপারে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানজট নিরসন, ফিটনেস বিহীন যানবাহন পরিহার করা, মদ্যপ অবস্থায় গাড়ী না চালানো, প্রশিক্ষণ প্রাপ্ত চালকদের দ্বারা গাড়ী পরিচালনা করা, বাধ্যতামূলক হেলমেট ব্যবহার ও সড়ক পরিবহন আইন অনুসরণ করতে হবে। তিনি সোমবার সকালে নিজ কার্যালয়ে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময়কালে তিনি পথচারী ও চালকদের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সচেতনতাবৃদ্ধিতে নিসচা’র কার্যক্রম জোরদার করার তাগিদ দেন। উল্লেখ্য, গত ২১ আগস্ট উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আল-আমিন। এ উপলক্ষে নিসচা উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত এ নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সিরাজুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ফরিজুল ইসলাম, এনামুল হক, মোসলেম উদ্দীন দয়াল, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।