মোঃ হামিদার রহমান নীলফামারীঃ সোমবার ২৮ আগস্ট ড. কামাল উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের নিমিত্তে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা।
এরপর যথাযথ প্রটোকলের মাধ্যমে তিনি নীলফামারী সার্কিট হাউস এ উপস্থিত হলে জেলা পুলিশ নীলফামারীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অফ অনার শেষে সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীতে নীলফামারী জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য বৃন্দ এবং জেলার সুধীজনের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামাল উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা, সদস্য (সাবেক সচিব), জাতীয় মানবাধিকার কমিশন; আশরাফুল আলম, পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ), জাতীয় মানবাধিকার কমিশন; গোলাম সবুর, পিপিএম-সেবা, পুলিশ সুপার, নীলফামারী; ডা. হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; কাজী আরফান আশিক, পরিচালক (অর্থ ও প্রশাসন), জাতীয় মানবাধিকার কমিশন; মোহাম্মদ গাজী সালাউদ্দিন, উপ-পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন; এম. রবিউল ইসলাম, উপ-পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন; জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী পৌরসভা; অধ্যাপক মাহবুবার রহমান ভুঁইয়া, ভাইস-প্রিন্সিপাল, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, নীলফামারী সদর উপজেলা পরিষদ, নীলফামারী; তোফায়েল আহমেদ, চেয়ারম্যান, ডোমার উপজেলা পরিষদ, নীলফামারী; মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম (সাবেক উপ-সচিব); বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, নীলফামারী; আহসান রহিম মঞ্জিল, আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নীলফামারী জেলা শাখা; প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, সভাপতি, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, সাধারণ সম্পাদক, স্বাচিপ, নীলফামারী ও সাধারণ সম্পাদক, নীলফামারী ডায়াবেটিক সমিতি;; বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ; রাজনৈতিক ব্যক্তিবর্গ; জেলা প্রশাসন নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply