স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালগঞ্জ জেলা শাখার আংশিক কমিটির ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানাগেছে।
আংশিক কমিটিতে রিয়াজ উদ্দিন লিপটনকে সভাপতি ও রাশেকুজ্জামান পলাশকে সাধারন সম্পাদক করা হয়েছে। তবে কমিটিতে বাকী পদগুলো উল্লেখ করা হয়নি।
গোপালগঞ্জে জেলা যুবদলের আংশিক কমিটির সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ বলেন, আগামী তিন মাসের মাধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে হবে। তবে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারনে সেই সময় বাড়তে পারে। গত কমিটি ১০১ সদস্য বিশিষ্ট ছিল। এবারও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়া হবে। #
Leave a Reply