December 22, 2024, 6:04 am
রওশন শিলা নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন ও প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে সচেতনতা বৃদ্ধি লক্ষে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( আটাশ আগষ্ট)দুপুরে পাঁচুপুর কালিবাড়ী মন্দির চত্বরে পাঁচুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন সচেতনতা বৃদ্ধি ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আত্রাই নওগাঁর আয়োজনে সচেতনতা বৃদ্ধির লক্ষে ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস।উক্ত সচেতনতা মূলত ওয়ার্ড সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু আনাছ, উপজেলা ইউনিয়ন পরিষদ এ্যাসোসিয়েশন সভাপতি মোঃ আবুল কালাম ফৌজদার, এক নং ওযাড ইউপি সদস্য মোঃ ওয়াদুদ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি রনজিৎ কুমার, পাঁচুপুর উচ্চ বিদ্যালয়ের সহ-কারী প্রধান শিক্ষক চিনময় মিসরা, প্রবীন সাংবাদিক কামাল উদ্দিন টগর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গো-খামারির মালিক গন প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পাঁচুপুর উচ্চ বিদ্যালয়, পাঁচুপুর কালিবাড়ী মন্দির, পাঁচুপুর কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন।#
রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।