December 22, 2024, 6:08 am
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। বানারীপাড়া উপজেলার উদয়কাঠি গ্রামে সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়িতে ২৭ আগস্ট রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, উদয়কাঠি গ্রামের কামরুল ইসলাম হায়দার (৪৩) নিজ বাড়িতে নতুন নির্মিত সেপটিক ট্যাংকের উপরিভাগের সেন্টারিং খুলে বালতি দিয়ে ভিতরের পানি পরিস্কার করছিলেন। এ সময় তার হাতে থাকা বালতি ট্যাংকের ভিতরে ডুবে যায়।
ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে কামরুল ইসলাম হায়দার অজ্ঞান হয়ে পড়েন। এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য তার বৃদ্ধ পিতা আবুল কালাম হাওলাদার (৭০) সেপটিক ট্যাংকের ভিতরে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন।
পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে স্বরূপকাঠি থানার ওসি জাফর আহম্মেদ তাদেরকে দেখতে হাসপাতালে ছুঁটে যান এবং বিষয়টি বানারীপাড়া থানার ওসিকে অবহিত করেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অসাবধানতা বশত তারা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। তারপরেও সরেজমিন তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।