December 30, 2024, 5:14 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
নবাগত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও মুহাম্মদ আল-আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বীজ ও সার ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূরকরতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, বীজ ও সার ডিলার সমিতির সভাপতি আজহারুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আলহাজ¦ জিল্লুর রহমান, আলহাজ¦ জিএম আব্দুর রব, হাফেজ আবুল কাশেম, মোহাম্মদ আলী গাজী, আয়ুব আলী গাজী, আবু হেনা সরদার, প্রভাষক আজিজুর রহমান, শামীম সরদার, উত্তম কুমার সাধু, মহাদেব কুমার মন্ডল, সাধন সাধু, রেজাউল করিম, আলিমুজ্জামান, দেবজানী সরদার, শাহীন সরদার, রেক্সনা খাতুন, কদবানু বেগম, আসমা খাতুন, সাব্বির হোসেন, মঞ্জুরুল ইসলাম, জুবায়ের হোসেন, জুনায়েদুর রহমান, ইসমাইল হোসেন, শাহীন, মাশরাফি বিন মোর্তজা, স্বপন কুমার, মাওঃ ইউসুফ, জিয়া, জিএম কবির, তন্ময়, গোলাম রব্বানী, সুমন, ফামিদ, কুদ্দুস, ফারুক, প্রকাশ, হাফিজুর রহমান, সাইদুর, পিযুষ সাধু, শামীম পারভেজ, গোপাল, শহিদুল ইসলাম, জাহিদ হোসেন, রবীন মন্ডল, অমিত ঢালী, বলাই ঢালী ও আল-আমিন গাজী।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা (খুলনা)।