গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছেন।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিক-নির্দেশনায় ওসি কেএম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে তদন্ত ওসি মিলন চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালানো হয়। এতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত চৌচালা টিনের ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় ০৪ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় ধৃত মাদক কারবারিদের দেহ তল্লাশী করলে প্রত্যেকের নিকট হতে সর্বমোট ৬০ পিচ লালচে (sunset yellow) রংয়ের নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপনটাডোল(Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply