ময়মনসিংহে জাপা নেতা বিল্লালের নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজ এর আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এর হাতকে শক্তিশালী করতে, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সংগ্রামী আহ্বায়ক জাতীয় ছাত্র সমাজের কর্ণধার জনাব সাব্বির হোসেন বিল্লাল এর নেতৃত্ব ঐক্যবদ্ধ হচ্ছে ময়মনসিং সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজ। সেই লক্ষে নির্বাচনের আগে জাতীয় ছাত্র সমাজকে আরো শক্তিশালী ও তরান্বিত করতে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল এর নির্দেশনা মোতাবেক সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর আয়োজনে ২৬শে আগষ্ট শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয় সুন্দর মহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সংগ্রামী আহ্বায়ক সাখাওয়াত হোসেন তুষার। সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব জাহাঙ্গীর আলম সম্রাট এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শহজাহান বলেন- ডিসেম্বরে নির্বাচন হবে, জাতীয় ছাত্র সমাজ কে
ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে
জাতীয় ছাত্র সমাজের কোন কর্মকাণ্ডে যেন আমাদের প্রিয় নেত্রী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির কোন সুনাম প্রশ্নবিদ্ধ না হয়। বেগম রওশন এরশাদের নেতৃত্বে ছাত্র সমাজকে পল্লীবন্ধু আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় ছাত্র সমাজের সংগ্রামী আহবায়ক মোঃ সুমন হাসান, মহানগর জাতীয় ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক মোঃ সজিব সহ সকল যুগ্ন আহবায়ক সহ সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সকল যুগ্ন আহ্বায়কগণ। আলোচনা শেষে সকল ইউনিয়নের প্রস্তাবিত আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত করে সাংগঠনিক ভাবে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *