December 22, 2024, 5:55 am
(খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলা সদর উপজেলার ২নং কমলছড়ি ভূয়াছড়ি গ্রামে ভুয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসা ও এতিম খানায় ৮বছরে হুজুর কর্তৃক মোঃ আব্দুর রহমান আবির (৮)কে বেধড়ক বেতাঘাতের করুণ নির্যাতনে মৃত্যু হয়েছে।
আজ রবিবার ২৭ আগস্ট রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় এতিমখানা থেকে মোঃ আব্দুর রহমান আবির (৮)কে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়,ঘাতক শিক্ষক নিজেই মোঃ আব্দুর রহমান আবির (৮)কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক ছাত্রের মৃত্যুর বিষয়টি নিচ্ছিত করলে মুহূর্তেই ঘাতক শিক্ষক ছাত্র মোঃ আব্দুর রহমান আবির (৮)কে বেডে রেখেই ঘাতক হুজুর থেকে পালিয়ে যায়। তবে চিকিৎসক জানান শিশুটির শরীরের একাধিক স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
এতিম খানা হতে জানা যায় যে, ঘাতক শিক্ষক খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার পিসি মোঃ দেলোয়ার হোসেন(অবঃ)এর ছেলে হাফেজ মোঃ আমিন।
এবিষয়ে বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নামঃ ফরিদুর রহমান জানান, আমি আসরের নামাঝের সময় বাড়িতে ছিলাম। তখন শুনি কর্তব্যরত হুজুর কর্তৃক মোঃ আব্দুর রহমান আবির (৮)কে মারধর করেছে। ফলে সে বেশি অসুস্থ। তখন আমি বলি হুজুরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছি। পরে আবার ফোন আসে মোঃ আব্দুর রহমান আবির (৮) মারা গেছে। তখন হাফেজ আমিনুল ইসলামকে বলি আপনি হাসপাতালে থাকেন। এরপর হুজুরকে কয়েকবার যোগাযোগ করতে চেয়েছি তখন (01617538173) মোবাইল নাম্বারে কল ঢুকছে না।
নিহত হেফজ বিভাগের ছাত্র মোঃ আব্দুর রহমান আবির (৮) পানছড়ি উপজেলার আইয়ুব আলী মেম্বার পাড়া,পুজগাং এর মোঃ সরোয়ার হোসেন ও আমেনা বেগম দম্পতির সন্তান।
বর্তমান সরকার কর্তৃক শিক্ষাদানের ক্ষেত্রে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের অধিক নমনীয় এবং বেত্রাঘাত পরিহার করার সুপারিশ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত মামলা রুজু করা হয় নি।