December 22, 2024, 6:19 am
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
ABETS এর উদ্যেগে জাতীয় শোক দিবস পালন ও এইচএসসি সমমানের পরীক্ষার্থীদের ফাইল বিতরণ উপলক্ষে”শিক্ষা সেমিনার’২৩” সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ABETS এর সম্মানিত সহ- সভাপতি এম. হাশেম বাহাদুর। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম. ইদ্রিচ চৌধুরী অপু,বিশেষ অতিথি ছিলেন অর্থ সম্পাদক আজিজুল হক, ক্রীড়া সম্পাদক মামুন উদ্দীন জীবন,রায়হান চৌধুরী বোরহান, ইমাম উদ্দিন জিসান, নাইম উদ্দিন বাবু, শহিদুল আলম, আয়ফুর আলম।
এই সময় প্রধান অতিথি’র বক্তব্য আলহাজ্ব এম. ইদ্রিচ চৌধুরী অপু বলেন, আগামীর বাংলাদেশ’কে সুন্দর করতে হলে শিক্ষার্থীদের নিয়ে স্থায়ী পরিকল্পনা করতে হবে।আন্তর্জাতিক শিক্ষা কারিকুলাম এর সাথে সমঝোতা রেখে এগিয়ে যাওয়ার জন্য বার্ষিক বাজেটে শিক্ষা খাতে ১০% বাজেট বরাদ্দ করা খুবই জরুরি।অন্যতায় আন্তর্জাতিক শিক্ষা কারিকুলাম এর সাথে এগিয়ে যাওয়া কখনও সম্ভব নয়।
এই সময় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ১০০শ পরীক্ষার্থীদের মাঝে ফাইল বিতরণ করা হয়।