স্মার্ট পুলিশিংয়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশের ৬ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিণির্মানের লক্ষ্যে একটি স্মার্ট পুলিশ ফোর্স গড়ে তোলার জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রতি বছর নুন্যতম এক সপ্তাহের আবশ্যিক প্রশিক্ষণ গ্রহণের জন্য অদ্য ২৬ আগস্ট হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ০৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল্লাহ্ আল- ফারুক, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী ও মোহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ নীলফামারী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্বর সাথে দায়িত্ব পালনের জন্য ফোর্সকে উৎসাহিত করেন। আগামীতে কোন অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে সে লক্ষ্যে কাজ করার ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত অত্যাধুনিক স্মার্ট পুলিশ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিণির্মানে ব
সক্রিয় ভূমিকা রাখার আহব্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *