December 21, 2024, 3:53 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলার ১০ নং দাপুুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬আগস্ট) বিকালে দাপুনিয়া ইউনিয়নের
দাপুনিয়া ডিকে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে মাঠে বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলমান উন্নয়ন কর্মকাণ্ড কে অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন ও মহানগর জাপার সদস্য সচিব জননেতা আব্দুল আওয়াল সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল সেলিম
বলেন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন,পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করণ,ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর আর্চ স্টীল ব্রীজ নির্মাণ ও বিভাগীয় শহর নির্মাণ কাজ পক্রিয়াধীন,ময়মনসিংহে শিশু হাসপাতাল পক্রিয়াধীন রয়েছে, ময়মনসিংহ ব্যাপী বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির উন্নয়ন দেখে সাধারণ মানুষ এখন তাকে বিশ্বাস ও ভালোবেসে ফেলছে। তাঁরা আগামী নির্বাচনে পূর্ণরায় রওশন এরশাদ কে আবারও ক্ষমতায় দেখতে চায়। এখন কিছু কুচক্রীমহল দৃশ্যমান উন্নয়ন দেখে, তারা এখন আবোলতাবোল বকছে। পল্লীবন্ধুর সহধর্মিণী বেগম রওশন এরশাদ এমপি যতোদিন আছে, ততোদিন এ উন্নয়ন কেউ দমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমাদের প্রিয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি আবারো নির্বাচিত হবেন। জাতীয় পার্টির নেতাকর্মীদের তিনি সে লক্ষে ঐক্য গড়ে তোলার আহবান জানান।
দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সূরুজ আলীর সভাপতিত্বে ও জাতীয় পার্টি ময়মনসিংহ সদর উপজেলা সাইফুল ইসলাম খোকা ও দাপুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আবুল হোসেন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল। এসময় বক্তারা কাতলাসেন কাদেরিয়া ফাজিল মাদ্রাসা,গোষ্ঠা দাখিল মাদ্রাসা,দাপুনিয়া কাউয়ালটি স্কুল এন্ড কলেজ ভবনসহ বেগম রওশন এরশাদের নেতৃত্বে দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন নেতৃবৃন্দ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক নূর মোহাাম্মদ নূরু,মোঃ লাল মিয়া লাল্টু, সাব্বির হোসেন বিল্লাল,জাপা নেতা আব্দুল লতিফ সরকার, তোফাজ্জল হোসেন (দারোগা তোফাজ্জল), ডাক্তার হাবিবুর রহমান,জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুবেল আলী,মহানগর যুবসংহতির আহবায়ক রফিকুল ইসলামসহ উপজেলা,ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।