পঙ্কিমূড়ায় পাহাড়ে ধ্বস, সড়কে যান চলাচল

(খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্কিমূড়া এলাকায় চলতি ভারি বর্ষণে মূল সড়কের মাঝে পাহাড় ধ্বসে সড়কে এসে পড়েছে। ফলে মহালছড়ি টু গুইমারা বা মহালছড়ি টু লক্ষ্মীছড়ি বা লক্ষ্মীছড়ি টু রাঙ্গামাটি বা লক্ষ্মীছড়ি টৃ খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাটি সরানোর কাজে আরো অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্চিনিয়ারিং ২০ইসিবির প্রতিনিধির দল ও ফায়ার সার্ভিসের সদস্যদের তড়িৎ পদক্ষেপে বোল্ডড্রোজার দিয়ে মাটি সরানোর কাজ শুরু করে,দুপুরের মধ্যেই মোটামুটি মাটি সড়ানোর পরে যান চলাচল শুরু হয়েছে।

উক্ত ঘটনাস্থলে পরিদর্শনে যান গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী।

যতদূর জানা যায় উক্ত স্থানের পরিপূর্ণ রাস্তার মাটি পরিস্কার করতে আরো ২ দিন লাগতে পারে।

উল্লেখ্য যে, মহালছড়ি উপজেলা হতে গুইমারা উপজেলা পর্যন্ত দীর্ঘদিন যোগাযোগ করার কোন উপায় ছিল না, এমন সড়কের দৃশ্য পরিবর্তনে এগিয়ে আসলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ সেনাবাহিনী ২০ইসিবি তত্বাবধানে কাজটি সম্পন্ন করেন।

আজকে এই পাহাড় ধ্বসের নিউজ কভার করতে প্রতিটি টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ গুইমারা উপজেলার সিন্দুকছড়ি হয়ে পঙ্কিমুড়ায় আসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *