December 22, 2024, 6:00 am
গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুন।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও মেরামতের টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ১৫টি ইউনিয়নের ৬৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও মেরামতের টাকার চেক বিতরণ করা হয়। এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ- আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা প্রমূখ।
উল্লেখ্য- কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬৪টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে প্রত্যেকটি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে। মোট ৬৪ পরিবারের মাঝে ৬৫ বাণ্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ৯২ হাজার টাকার চেক প্রদান করা হয়।