মংচিন থান, বরগুনা প্রতিনিধিঃ
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় বরগুনার তালতলীতে ২০২২-২০২৩অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়।
২৩ আগস্ট বুধ বার দুপুর ০১.০০ ঘটিকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ০৬ জন নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, ২২ জনকেশিক্ষা বৃওি ১০০ জনকে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:রেজবি- উল- কবির জোমাদ্দার,উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা, উপজেলা ভাইস- চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক,সহকারী কমিশনার( ভূমি) অমিত দত্ত, তালতলী সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র নাথ হাওলাদার, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র শীল, উপস্থিত ছিলেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি:মংচিন থান,সমাজ সেবক মি:চিংথানমং তালুকদার ,মি:মংথিন জো,মিসেস চান চান, মি:অংতেনসহ
প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি।
Leave a Reply