নড়াইলে তথ্য অফিসের আয়োজনে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
নড়াইলে তথ্য অফিসের আয়োজনে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷ উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল এগারো টার সময় নড়াইল জেলার সদর উপজেলার বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা অডিটরিয়ামে জেলা তথ্য অফিসের উদ্যোযে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

শোক দিবসের এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব এস বি এম সাইফুর রহমান হিলু ( গ্রুপ কমান্ডার, বিএলএফ ) মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, নড়াইল জেলা আওয়ামীলীগ শাখা ৷

অন্যান্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মুহাম্মদ নাছির উদ্দিন, অধ্যক্ষ, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা, মনিরুল বাশার, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, নড়াইল ৷

এছাড়া অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ আলোচনা রাখেন ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব ইব্রাহিম আল মামুন ৷

আলোচনা সভায় বক্তারা শোকাবহ আগস্টের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন ৷ শোককে শক্তিতে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন ৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *