December 22, 2024, 6:06 am
মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে । এ উপলক্ষে ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় ভবানীপুর কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়ালিউর রহমান লিংকন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিচুর রহমান , প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড : তালুকদার মো: ইউনুস। সন্মানীত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড সৈয়দা রুবিনা আক্তার মীরা , সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযাদ্ধা হাবিবুর রহমান খান,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ফইয়াজুল হক রাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এস জামাল হোসেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক , উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা এম এ খালেক রারী , উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি বিউটি খানম , সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ , কৃষকলীগের সম্পাদক আব্দুস ছালাম , আওয়ামীলীগ নেতা কামরুল হাসান নাসিম , উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী । অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।