মাইসছড়িতে মা ও ছেলে একসাথে এসএসসি/২৩ কৃতকার্য

(রিপন ওঝা,মহালছড়ি)

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়া হতে চলতি বছরে মা ও ছেলে একসঙ্গে এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতকার্য হয়েছে। ২০২৩ এসএসসির ফল প্রকাশের পর মা ও ছেলে ফলাফল অর্জন করেন। মা ও ছেলের সাফল্যে গর্বিত অভিভাবক মোঃ মোর্শেদ আলম খান বাবু মহা আনন্দে রয়েছেন।

২০২৩-এসএসসি পরীক্ষায় মা মোছাঃ মর্জিনা আক্তার(মনি) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যাল স্কুল শাখা হতে ৩.৮৬ পেয়ে মানবিক বিভাগ হতে ও ছেলে মোঃ ইমরান বিন মোর্শেদ (রাজা) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হতে জিপিএ ৪.৬৭ বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হন।
একসঙ্গে মা ও ছেলের এসএসসি পাশ করায় এলাকার মানুষজন অনেক খুশি এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সহধর্মিণী মোছাঃ মর্জিনা আক্তার(মনি) ও মোঃ ইমরান বিন মোর্শেদ(রাজা)’র উভয়ের ফলাফলে গর্বিত অভিভাবক মোঃ মোর্শেদ আলম খান বাবু বেশ খুশি হন।

গর্বিত অভিভাবক মোঃ মোর্শেদ আলম খান বাবু বলেন আমার সহধর্মিনীর পড়ালেখা করার প্রবল ইচ্ছে রয়েছে, সেই সিদ্ধান্ত থেকেই আজকের ফলাফল অর্জন করেছে।
আমার সহধর্মিনী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প এর প্রাক-প্রাথমিক শিক্ষার আওতায় পাড়াকর্মী হিসেবে শিক্ষকতা করেছেন। ইতিমধ্যেই সহধর্মিনীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি শাখায় ভর্তি করিয়ে দিয়েছি। ছেলে মোঃ ইমরান বিন মোর্শেদ(রাজা)’কে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকেই এইচএসসি সম্পন্ন করানোর সৎইচ্ছা রয়েছে এবং উভয়ের স্বপ্ন বাস্তবায়নে অনেক পরিশ্রম করে যাচ্ছে। সর্বোপরি সৃষ্টিকর্তা মহান আল্লাহ’র উভয়ের কাঙ্কিত ফলাফলে যথেষ্ট খুশি।

এসময়ে মোছাঃ মোছাঃ মর্জিনা আক্তার(মনি)বলেন, ছোটবেলার ইচ্ছা শেষ পর্যন্ত ছেলের সঙ্গে পড়াশোনা করে আর পরীক্ষা দিয়ে পূরণ হল। খুব আনন্দ লাগছে।

ছেলে মোঃ ইমরান বিন মোর্শেদ(রাজা)’ বলেন মা সংসার সামলানোর সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ায় আমি বিস্মিত হয়েছি। মা আমাদের মানুষ করতে বাবার সাথেই যথেষ্ট পরিশ্রম করছেন। মা এসএসসি পাশ করায় আমিও খুব খুশি হয়েছি এবং নিজের পড়াশোনার পাশাপাশি মায়ের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করতে চান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *