December 21, 2024, 4:44 pm
নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুরে মোটরসাইকেল চাপায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যা (৭৫) নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি মোহাম্মদ উল্যা শহরের আলীয়া মাদরাসা সংলগ্ন উত্তর তেমুহনী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান তিনি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, বিকেল ৩টার দিকে সাবেক এমপি মোহাম্মদ উল্যাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দলীয় ও পারিবারিক সূত্র জানা যায়, ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জাতীয় পার্টির আমলে মোহাম্মদ উল্যা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পার্টির বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সর্বশেষ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং সভাপতি প্রার্থী ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখেছেন।বর্তমানে মরহুমের স্ত্রী এক মেয়ে আমেরিকাতে ছেলে রাজিব,সাউথ আফ্রিকায় রয়েছে, বলে জানা যায়।