র‍্যাবের অভিযানে ২৫ মামলার আসামীসহ পাঁচজন আটক”আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

যশোরে ২৫ মামলার আসামিসহ ৫ জন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশ্যুটারগান, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার (২২ আগস্ট) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটককৃতরা হলেন- যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫ মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫ত), নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে সাগর হোসেন (২১) এবং একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘ গত মঙ্গলবার রাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক পাঁচ জায়গায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোরে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আসামি জিকরুল আলম সোনা চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। অপর দুই জন সাগর হোসেন ও আব্দুল কাদের অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। জব্দ অস্ত্র ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *